পঞ্চগড় জেলা কিণ্ডার গার্টেন এণ্ড স্কুল সোসাইটি

Panchagarh Zilla Kindergarten and School Society

ঘোষণা সমূহ
বৃত্তির অনলাইন ফরম পুরণ চলছে। চলবে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। ফরম পুরণ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে যোগাযোগ করুন, সাজেদুর রহমান সাজু, সাইট এডমিন, ফোন: ১৭১৮৮৪৪১১৫। (তারিখ: 02/10/2025)     ফরম পুরণ করতে আবেদন ফরমে ক্লিক করুন। তথ্য দিয়ে ঘর পুরণ করুন। ১৫০x১৫০ পিক্সেল ছাবি প্রস্তুত করে আপলোড করুন। সাবমিট করুন। প্রিভিউ দেখতে পাবেন। প্রিভিউ না দেখালে ব্রাউজার রিফ্রেস করুন। প্রিভিউ সেভ বা প্রিন্ট করুন। (তারিখ: 03/10/2025)    

প্রতিষ্ঠানের ইতিহাস

School History

পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন এন্ড স্কুল সোসাইটি যাত্রা শুরু করে ...........সালে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাদান করা হয়। আমরা শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানই দেই না, বরং তাদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায়ও গুরুত্ব দেই।

বিস্তারিত দেখুন

সভাপতির বাণী

President

আসসালামু আলাইকুম,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও পঞ্চগড় জেলার সকল কিন্ডারগার্টেন ও স্কুলের প্রধানগণ,

অপরিসীম আনন্দ ও গর্বের সাথে আপনাদের সবাইকে পঞ্চগড় জেলা কিণ্ডার গার্টেন এণ্ড স্কুল সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শিক্ষা শুধুমাত্র বইপাঠের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জীবনদর্শন—যার মাধ্যমে গড়ে ওঠে মানুষের চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ ও আত্মবিশ্বাস।

আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশু জন্মগতভাবে মেধাবী। তাদের ভেতরের সম্ভাবনাকে বিকশিত করতে হলে প্রয়োজন উপযুক্ত দিকনির্দেশনা, অনুপ্রেরণা এবং মানবিক শিক্ষার পরিবেশ। এই উদ্দেশ্যেই পঞ্চগড় জেলা কিণ্ডার গার্টেন এণ্ড স্কুল সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে—শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে একটি সুন্দর সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে।

শিক্ষা কেবল একটি পেশা নয়—এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। আমাদের প্রত্যেক শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে পারবো, যারা হবে আলোকিত, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক।

আমি আশাবাদী, আমরা সবাই একসঙ্গে কাজ করে পঞ্চগড় জেলার শিক্ষা ব্যবস্থাকে একটি মডেল রূপে প্রতিষ্ঠিত করতে পারবো। আসুন, আমরা সবাই মিলেমিশে শিক্ষার আলো ছড়িয়ে দিই প্রতিটি শিশু, প্রতিটি পরিবার ও প্রতিটি বিদ্যালয়ে।

সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও সফলতার প্রার্থনা।

মো: সামসুজ্জামান বিপ্লব
সভাপতি
পঞ্চগড় জেলা কিণ্ডার গার্টেন এণ্ড স্কুল সোসাইটি

সাধারণ সম্পাদকে বাণী

Head Teacher

আসসালামু আলাইকুম,

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং পঞ্চগড় জেলার সকল কিন্ডারগার্টেন ও স্কুলের প্রধানগণ,

পঞ্চগড় জেলা কিণ্ডার গার্টেন এণ্ড স্কুল সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা একটি জাতির মূলভিত্তি—যে জাতি শিক্ষায় যত সমৃদ্ধ, সে জাতি তত উন্নত, মানবিক ও সভ্য। এই উপলব্ধি থেকেই আমরা পঞ্চগড় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করে যাচ্ছি।

আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; বরং এটি হলো সৎ, দায়িত্বশীল, নৈতিক ও সৃজনশীল মানুষ তৈরি করা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী—এই তিন শক্তির সমন্বয়ই পারে শিক্ষার সত্যিকারের সফলতা নিশ্চিত করতে।

সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রত্যাশা, জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হবে সহযোগিতা, উদ্ভাবন ও ইতিবাচক চিন্তার কেন্দ্র। আমরা সবাই মিলে কাজ করবো এমন একটি শিক্ষা ব্যবস্থার জন্য, যেখানে প্রতিটি শিশু পাবে তার প্রতিভা প্রকাশের সুযোগ এবং প্রতিটি শিক্ষক হবেন সেই সম্ভাবনার পথপ্রদর্শক।

আসুন, আমরা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই—পঞ্চগড়কে শিক্ষার আলোয় আলোকিত একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো।

শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবার প্রতি।

মো: রাজউর রহমান রাজু
সাধারণ সম্পাদক
পঞ্চগড় জেলা কিণ্ডার গার্টেন এণ্ড স্কুল সোসাইটি।